শনিবার, ২৮ মার্চ, ২০১৫

চিরচেনা কাজলকে চিনুন নতুন রূপে, জেনে নিন ১৬টি অজানা কথা

তার অভিনয় আপনাকে আন্দোলিত করে। তার চোখের জলের ছোঁয়া যেন লাগে আপনার চোখেও। হাজারো নারী হতে চেয়েছেন তার মতো আবার হাজারো পুরুষের হৃদয়ের রানীর আখ্যাও পেয়েছেন তিনি। কদিন আগেই পার হলো বলিউডের ‘বাবলি গার্ল’ খেতাব পাওয়া প্রিয়দর্শিনী অভিনেত্রী কাজলের ৪০তম জন্মবার্ষিকী। আসুন, আজ জানি আপনার প্রিয় সেই অভিনেত্রীর অজানা কিছু কথা।
(১) কাজল বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানুযা এবং পরিচালক শমু মুখারজির সন্তান। শুধু তাই নয়, বলিউডের অনেক নামজাদা অভিনেতা অভিনেত্রী যেমন রানী মুখারজি, নুতান, মনিষ বেহল এবং আয়ান মুখারজি এই অভিনেত্রীর কাজিন।

(২) আপনি জানলে অবাক হবেন বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রীর বিয়েতে কেবল পরিবার নিকটতম আত্মীয় এবং বলিউড থেকে কাজলের খুব কাছের কয়েকজন বন্ধুই নিমন্ত্রন পান।
(৩) পারিবারিক কারণে ২০০১ সালে কাজল বলিউডের মতো আলোর ঝিলমিল জগৎ থেকে সাময়িক অবসরে যান।
(৪) করণ জোহরের খুব কাছের এবং খুব ভালো বন্ধু কাজল। কেবল ভালো বন্ধু বললে ভুল হবে করণ কাজলকে ‘লাকি মাস্কট’ মনে করেন।
(৫) করণ কাজলকে দিয়ে কোন সিনেমায় কাজ করাতে চাইলে যদিও বা কোন কারণে কাজল করতে অপারগতা জানান তবে সেই সিনেমাতে ছোট কোন অংশ “অতিথি চরিত্র”এ হলেও অভিনয় করান এই পরিচালক।
(৬) বাস্তবজীবনে তিনি খুব মেপে মানুষের সাথে বন্ধুত্ব করেন। ১০০ জন ব্যক্তির মাঝে ১ জন কাজলের ভালো বন্ধু হতে পারে। কাজেই শাহরুখ খান, করণ জোহর, আদিত্য চোপড়া যেন তেন কেউ নন।
(৭) বন্ধুত্বের ব্যাপারে অনেক বিচার বিবেচনা করলেও এই অভিনেত্রী অনেক মিশুক এবং অত্যন্ত সরল। আর তিনি আসলে যা তাই প্রদর্শন করতে পছন্দ করেন। এমন অনেক সময় হয়েছে স্টেজে কারো পারফর্মেন্স খুব ভালো লেগেছে সাথে শিস বাজিয়ে ফেলেন তিনি কোনরকম সংকোচ বা দ্বিধা ছাড়াই।
(৮) শাহরুখ খানের সাথে জুটিবদ্ধ হয়ে অনেক সিনেমাতেই অভিনয় করেছেন কাজল। আর পর্দায় এই জাদুকরী জুটি দীপ্তির প্রভাব আজো পরিলক্ষিত। মজার ব্যাপার হল শাহরুখের বিপরীতে কাজলের ৬ টি সিনেমাই ব্লকবাস্টার হিট ছিল।
(৯) লন্ডনের নাইটব্রিজ হ্যারদসে ঋত্বিক, শাহরুখ, প্রিয়াঙ্কা চোপড়ার সাথে সাথে কাজলের ক্ষুদ্রকায় পুতুল স্থান পায়।
(১০) কাজল হিন্দুদের দেবতা শিভাকে অনেক মানেন। এবং সর্বদাই ‘ওম’ খচিত হিরার আংটি পরে থাকেন।
(১১) রক্ষণশীল মা হওয়ার সাথে সাথে কাজল তার সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে। শুধু তাই নয় এই অভিনেত্রী বইয়ের দারুন পোকা মানে বই পড়তে ভীষণ ভালো বাসেন কাজল।
(১২) জানলে অবাক হবেন আপনার পছন্দের অভিনেত্রী কেবল অভিনয়েই নয় কবিতা লেখনীতেও বেশ। সময় পেলেই কবিতা লেখায় মগ্ন হয়ে পড়েন কাজল।
(১৩)১৯৯২ সালে ‘বেখুদি’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখলেও মূলত সকলের কাছে গ্রহণযোগ্যতা পান ১৯৯৩ সালের ‘বাজিগার’ সিনেমাটি দিয়ে।
(১৪) ২০১৩ সালে কৃত্রিম উপায়ে গায়ের রং ফর্সা করান কাজল এমন গুঞ্জন ওঠে। এবং এ সম্পর্কে কাজলের চুপ করে থাকাই প্রমাণ করে যে কাজল আসলে এতদিন তার কালো গায়ের রং নিয়ে মোটেও সন্তুষ্ট ছিলেন না।
(১৫) ১৯৯৯ সালে অজয় দেবগনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
(১৬) কাজল শৈশবে অত্যন্ত একগুঁয়ে, বদমেজাজি এবং দুষ্ট প্রকৃতির ছিল। বাবা-মাকে কাজলের দস্যিপনার জন্য অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।
ছবি:ইন্টারনেট
তথ্যসূত্রঃ ওয়ান ইন্ডিয়া, উইকিপিডিয়া, টাইমস অব ইন্ডিয়া, বলিউড মান্ত্রা


Post Comment

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন