
ছবিটি পরিচালনা করেছিলেন রাজ কানওয়ার। ছবিতে শাহরুখের সঙ্গে ছিলেন দিব্যা ভারতি ও ঋিষি কাপুর। এই ছবির শুরু থেকেই ছিল বিভিন্ন গল্প। এই ছবির জন্য শাহরুখ পরিচালকের প্রথম পছন্দ একেবারেই ছিলেননা। শাহরুখের আগে এই ছবির অফার গিয়েছিলে আরমান কোহলির কাছে। আরমান না করে দেওয়ার পরই শাহরুখকে এক প্রকার দয়া করেই ছবিতে নিয়েছিলেন পরিচালক। যদিও এই ছবিতে কাজ করার খুব একটা ইচ্ছা শাহরুখেরও ছিল না। কিন্তু তখন তিনি নতুন তাই মেনে নিয়ে ছিলেন পরিচালকের খামখেয়ালিপনা। ছবিতে প্রধান চরিত্র না থাকলেও এই ছবিই শাহরুখের জীবন একেবারেই বদলে দেয়। এরপর একের পর এক ছবি নিজের ঝুলিতে ভরে পরিচালকের সেই দয়ার পাত্র হয়ে উঠলেন আজকের বলিউডের বাদশা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন